মো. সেলিম হোসেন এর কবিতা-মাহে রমজান
মাহে রমজান
মো. সেলিম হোসেন
বছর ঘুরে আবার এলো
মাহে রমজান ফিরে,
সত্যের আলো উঠলো জ্বলে
সব মোমিনের নীড়ে।
প্রথম দশে রহমত যেনো
ডেকে-ডেকে কয়,
পূণ্য করে সাফ করে দাও
ময়না ভরা হৃদয়।
মাঝের দশে মাগফিরাত কয়
মোচন করে পাপ,
আপন গুনা স্মরণ করে
কর গো অনুতাপ।
শেষের দশে নাজাত বলে
ছেড়ে দিয়ে ধান্দা,
পাপ মুক্ত নিষ্পাপ শিশু
হয়ে যাওরে বান্দা।