মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ৩, আহত ৭
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজধানী মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
শুক্রবার (১১ মে) বিকেল সাড়ে তিনটার পর বেড়িবাঁধ এলাকার চটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম ইয়াসিন শুভ (২৩)। তিনি মানারাত ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র ছিলেন।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মধ্যে দুই জন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে তিনজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।