মির্জাপুরে আপন এর জালে বিরল প্রজাতির মাছ!

 

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আপন মিয়া নামে এক কিশোরের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। শনিবার(২৯ জুলাই) বিকালে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বিলে মাছ ধরতে গেলে আপনের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। আপন পোষ্টকামুরী গ্রামের লাল চানের সুমুন্দি নুরুল ইসলামের ছেলে। খবর পেয়ে মাছটি দেখতে শ’ শ’ উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয়রা জানায়, সানুয়াকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে আপন। কয়েক দিন আগে সে সদরের পোষ্টকামুরী গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে আপন তার ফুফাত ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পোষ্টকামুরী গ্রামের বিলে জাল ফেলেন। বিকালে জাল তুলতে গিয়ে বিরল ও বড় আকৃতির একটি মাছ দেখে ঘাবড়ে যান। পরে আপন মাছটি বাড়িতে নিয়ে এলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে শ’ শ’ উৎসুক জনতা মাছটি দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। তবে উপস্থিত কেউই মাছটির নাম শনাক্ত করতে পারেনি। এ অঞ্চলে এর আগে কখনও এমন মাছ দেখা যায়নি।
আপনের ফুফু জাহানারা বেগম বলেন, তার ভাইয়ের ছেলে আপন কয়েক দিন আগে তার বাড়িতে বেড়াতে আসে। শখের বশে আপন শনিবার বিলে জাল ফেলে। পরে তার জালে মাছটি আটকা পড়ে।
মির্জাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাবিব বলেন, মাছটি সাকার মাউথ ক্যাটফিশ নামে পরিচিত। আমাদের দেশে শৌখিন মানুষরা অ্যাকুরিয়াম রেখে সৌন্দর্য উপভোগের উদ্দেশে। বাংলাদেশে এই প্রজাতির মাছ ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জলাশয়েও এই মাছটি দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!