মির্জা আজম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল এডভাইজারি কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর অটিজম ও প্রতিবন্ধী বিষয়ক বিশ্বব্যাপী কার্যক্রমের সকল সুবিধা বাংলাদেশের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে পৌছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এর নামানুসারে ‘মির্জা আজম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়’র শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র অর্থায়ন ও সার্বির সহযোগিতায় উপজেলার চরঘোষের পাড়া ইউনিয়নের চরঘোষের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলার কৃতিসন্তান অবসর প্রাপ্ত এ.এস.পি মোবারক আলী তারা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন। বক্তব্য রাখেন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাওছুল আজম শিমু, ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস রাজ, ডেপুটি ডাইরেক্টর ও যোগাযোগ প্রতিদিন পত্রিকার সহকারি বার্তা সম্পাদক সফিনুর রহমান সনদ, ডাইরেক্টর ফিনান্স মো. রেজাউল করিম, উপজেলার চরঘোষের পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান, জাঙ্গালিয়া ডি.এম উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় ও হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার (নিক্সন) ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. আলতাফুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মধুপুরের মির্জাবাড়ী শেখ নওজেশ আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সাবেক প্রভাষক মো. আকতারুজ্জামান, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল করিম, কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান (দুলাল), আলহাজ্ব বারীক, আমেজ উদ্দিন, তমেজ উদ্দিন, ফারুক আহমেদ ও আমজাদ হোসেনসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।