শাহিন মামুন এর কবিতা- মুক্তিযোদ্ধা জিহাদ

মুক্তিযোদ্ধা জিহাদ

শাহিন মামুন

বড় যতনে রেখেছিলে মা তোমার উদরে

দশ মাস দশদিন পর আমি পৃথিবীর বুকে ।

অতপর আরু কুঁড়িটি বছর রেখেছিলে আগলে

পরম স্নেহ-মমতার মাঝে তোমার আচঁল তলে।

আজ সেই যতন আর স্নেহ-মমতা ভুলে

দাও না মা গো বিদায় যুদ্ধে যাবার

তোমার আদরের সেই ছোট্ট জিহাদকে।

না করোনা মাগো! শুনতে পারছো না তুমি?

পূর্ব বাংলার চারদিকে যে আজ শুধুই

গুলি আর বোমার আওযাজ।

বাতাসে তার কালো ধোঁয়া, পুড়ছে জনপদ।

চারদিক তার পড়ে আছে লাশের পর লাশ

পূর্ব বাংলার জমিনকে করছে ঐ

পাঞ্জেরী-হায়েনারা কবর নয়তো শশ্মান।

বল মা! কেমনে আমি জিহাদ তোমার

ভীরু-কাপুরুষের মত তোমার আচঁল তলে ঘরে বসে থাকি?

 

মা! আমি জিহাদ যদি তোমার কোলে না ফিরি

তবে কষ্ট নিওনা কভু?

দেখ তোমার জিহাদের রক্তে এদেশ একদিন স্বাধীন হবেই

সাথে স্বাধীনতা পাবে তুমি জিহাদের মায়ের মত

হাজারো জিহাদের মা।

মা! স্বাধীনতা রক্ত চায়, স্বাধীনতা চায় বীরের প্রাণ।

স্বাধীনতা কভু দেয়না ঠাঁই ইতিহাসে তার

কোন কাপুরুষ-ভীরুতার।

মা! আমাকে বিদায় দাও?

বাংলাদেশ আমাকে ডাকছে তার কাছে

ডাকছে বাংলাদেশের স্বাধীনতা।

মা! মাগো! বিদায় দাও।

যেদিন আমি জিহাদ ফিরবো তোমার কোলে

তোমার জন্য স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের

একটি জাতীয় পতাকা নিয়ে তবেই আসবো।

আর যদি না ফিরি মাগো তোমার কোলে কভু

তবে ভেবে নিও তোমার আদরের জিহাদের রক্ত

বাংলাদেশের স্বাধীনতার জন্য মিশে গেছে

পূর্ব বাংলার জমিনে লাখো শহীদের রক্তের সাথে।

বিদায় মা! ভালো থেকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!