ডা. আওলাদ হোসেন এর কবিতা-মুক্ত পাখির ডানায়
মুক্ত পাখির ডানায়
–ডা. আওলাদ হোসেন
মুক্ত পাখির ডানায় ভর করে
চলেছে কোন অজানায়
ভারবাহী মেঘ চলেছে
চলেছে কোন অজানায়
এখনই বর্ষন হবে।
অনেক পথের শেষে পথ পাওয়া
ভেবেছি অনেক হয়েছে চাওয়া
কবিতা সেতো অনেক দূরে
কবিতায় সুর তোলা।
কোন দর্শন কোন মন্থন
কোন ভালোবাসা
অজানা অবেলায়
তবু গান গাই সুর নাহি পাই
সাঝের তারা করে ঝলমল।
আমি সেই গান অনেক শুনেছি
অনেক পথের সন্ধান পেয়েছি
তবু ধরা নাহি দেয়।
ধরা দেয়ার মত নয়।
শুধু কাব্য করেই পথ চলা
আর কবিতার জন্য কথা বলা।
ছোট্ট শিশুরা অবুঝ মনের তারা
তারাই বা কি জানে,
তারাইবা কি বুঝে?
তবুও পথ চলে পথের সন্ধানে
আমি একা একা
চেয়ে থাকি তার পানে।