বিপ্লব ফারুক এর কবিতা-মুগ্ধতার গল্প
মুগ্ধতার গল্প
বিপ্লব ফারুক
যখনই তোমাকে দেখি, দুচোখে
গোলাপ ফোটে
মুগ্ধতায় সুবাসিত হই প্রতিটি মুহূর্ত
প্রেমের ভুবন ভালোলাগার বৃষ্টিতে
ভিঁজে
স্বপ্ন দেখে ঘরে ফিরে বাবুই পাখির মত
হৃদয়ের ডালে বাসা বুনে প্রেমের
বাতাসে
দুলে ঝুলে বেঁচে রবো হাজার বছর ধরে
হাসি লেগে থাকা তোমার দুঠোঁটে মিষ্টি
ঝরে
তোমার মায়াবি চোখে খুন হই অবুঝ
প্রেমিক
তোমাকে না দেখা, না চেনার দিনে এই
মন
ছিলো প্রেমহীন, দেখা – চেনা হলে
স্বপ্নঅলা
হয়ে গেছে । আমি এখন স্বপ্নের
বারান্দায়
ঝুলে থাকি খণিক দেখতে দৃষ্টি
বিনিময়ে
তোমার স্বীকৃতি পেলে ভালোবাসা
রটে যাবে
কাবিনের ঘরে – সুখানন্দে ভাসবো
দুজন।
রচনাকাল ৭/৭/১৭ পলাশবাড়ি, ঢাকা।