মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা- “মূল্যস্ফীতি “
“মূল্যস্ফীতি ”
মোল্লা মোঃ জমির উদ্দিন
মূল্যস্ফীতির চাপ সয়না
সংসারে তার প্রভাব
একবেলা খাই কোনোমতে
চারিদিকেই অভাব।
ভাঙছে মন ভাঙছে সংসার
নেই কোনো গতি
একটুখানি সুখের আশায়
ছাড়ছে কেউ পতি।
মূল্যস্ফীতির রাহুগ্রাসে
জীবন যে বিপন্ন
খুঁজতে মানুষ মুক্তির পথ
বড়ই যে উদ্বিগ্ন।
টিভি চ্যানেল খবর দিলো
মুন্সীগন্জের গাঁয়ে
অনেক নারী ছাড়ছে ঘর
সুখের স্বপ্ন নিয়ে।
পতি ছেড়ে পতি ধরা
কঠিন কিছু নয়
সিন্ডিকেট ভাঙার মত
মন্ত্রী পাওয়া দায়।
হবু চন্দ্রের গবু মন্ত্রী
পাবে না নিস্তার
মূল্যস্ফীতির চাপ যেনো আর
করেনা বিস্তার।
সুখে থাকুক সকল নারী
স্বামী সন্তান নিয়ে
বাজার থাকুক নিয়ন্ত্রণে
মানুষ বাঁচুক খেয়ে।