মেলায় আমিনুল ইসলাম মামুনের ৪টি বই
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
একুশে বইমেলা ২০১৭ উপলক্ষে প্রকাশিত হচ্ছে ‘তুষারধারা’ সম্পাদক সাহিত্যিক ও সাহিত্য সাংবাদিক আমিনুল ইসলাম মামুনের ৪টি বই। এর মধ্যে ২টি শিশুতোষ গল্প, ১টি শিশুতোষ ছড়া ও একটি বড়দের ছড়া।
শিখা প্রকাশনী থেকে আসছে শিশুতোষ ছড়ার বই ‘টুনটুনি ঝুনঝুনি’ ও শিশুতোষ গল্পের বই ‘আরিফ মিঠু আর ডাহুক পাখি’, সূচীপত্র থেকে আসছে শিশুতোষ গল্পের বই ‘তোতা কাহিনী’ এবং সিদ্দিকীয়া পাবলিকেশন্স থেকে আসছে বড়দের উপযোগী ছড়ার বই ‘হৃদয় ভাঙা একশ ছড়া’।
ইতোপূর্বে তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), মন ছূঁয়েছে মন (উপন্যাস-২০০৯), শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০), এক জীবনের গল্প (উপন্যাস-২০১২), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫), ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬), ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬), ঝুমঝুম রেলগাড়ি (ছড়া-২০১৬) প্রভৃতি।