সামান্তা’র কবিতা-মেয়ে
মেয়ে
-সামান্তা
মেয়ে তুমি যতদূরেই যাও না কেন
কটাক্ষ তোমার পিছু ছাড়বেনা
তোমায় সামনে এগিয়ে যেতে হবে
কারো সাহায্য ছাড়াই।
কেউ তোমাকে পথ দেখাবে না
এমন কি তোমার গর্ভধারিণীও না
কেননা হাজার বছরের অদৃশ্য শেকলে
সে পথ তারও অচেনা.. ।
তুমি যায়ই করো সবটাতেই দোষ
বিধি আর নিষেধের জঞ্জাল।
তোমার পদে পদে বাঁধা …
তুমি গুন গুন করে গান ধরবে…
তোমায় নির্লজ্জ বলবে।
তুমি নিজের মত করে সাজবে…
তোমায় নষ্টা বলবে।
তুমি পুরুষের কাঁধে কাঁধ রেখে কাজ করবে,
নিজের যোগ্যতা প্রমান করবে,
তোমার ঔদ্ধত্য বেড়েছে বলবে।
তুমি প্রেম করবে,
তোমায় কলংকিনী বলবে।
তুমি তোমার জীবন সঙ্গিনী নির্বাচন করবে,
তোমায় বেহায়া বলবে।
তুমি বাচঁতে চাইবে সব ছেড়েছুড়ে,
তোমায় কুলটা বলবে।
নিজেকে তোমার বলে দাবি করতে পারবেনা তুমি।
তুমি কখনো বাবার, কখনো ভাইয়ের
কখনো স্বামীর কিংবা পুত্রের…..।
তোমার নেই কনো সংসার
নেই নিজের বলে কিছুই..
তুমি কেবলই অন্যের অধিকার…
তাই কেউ তোমার পাশে থাকবেনা।
তোমার পথ তোমাকেই সুদৃঢ় করতে হবে…
তোমার যুদ্ধ টা কেবলই তোমার
একান্তই তোমার একার।
শুধু জেনো তুমি পারবে।
তোমার শক্তি অসীম…
সর্বকালের শ্রেষ্ঠা তুমি
তুমি মহাকালের বিস্ময়…।