মো. সেলিম হোসেন এর কবিতা- চারণ কবি
চারণ কবি
মো. সেলিম হোসেন
সোনা ফলা মাটির কোলে
আমি চারণ কবি,
হৃদয়ে সদা ধারণ করি
বাংলা মায়ের ছবি।
ধূলি-বালির পরশ মেখে
লাঙ্গল টানি মাঠে,
হরেক রকম নকসা আঁকি
চিড়াই করা কাঠে,
কাদা জলে গা ভাসিয়ে
ধরি তাজা মাছ,
লতা পাতার সঙ্গি হয়ে
থাকি বারো মাস।
পাখ পাখালির মাতাল সুরে
মন হারিয়ে ফেলি,
উজান গাঙ্গে সাঁতার কেটে
মজার খেলা খেলি।
পুবাল হাওয়া আওলা কেশে
যখন দেয় দোলা,
স্বর্গ সুখে হারাই তখন
হয়ে আত্ম ভুলা।
আমার গায়ের মেঠো পথে
ধূলি বালির মেলায়,
কাটে প্রহর নিত্য দিবস
সকাল সন্ধ্যে বেলায়।