রাজু আহমেদ এর কবিতা- ময়না পাখির ঢং
রম্য কবিতা – ময়না পাখির ঢং
………………রাজু আহমেদ
অনেক বেশী ভাল লাগে
চুলকানিটা বাড়লে,
হাঁচি কাঁশি জ্বর মিলে
শরীরটাকে ঝাড়লে।
হয়েছে জ্বর নাই ডর
রাত বিরাতে যাই নাইতে,
অত্যাচার যতই করো
পারি তাহা সইতে।
কাক পাখিটা ফর্সা হলো
সাবান মেখে গায়ে,
জাহাজ তিনটে ভরে নিলুম
শুকনায় ডিঙি নায়ে।
মোরগ জোড়া নদীর ধারে
সাঁতার কাটছে বেশ,
সাপের মাথায় ভারী সুন্দর
লম্বা কালো কেশ।
বাবুই পাখি গান গায়
বাসন্তী রঙ মেখে,
হুতুম পেঁচা হেসে মরে
ময়না পাখির ঢং দেখে।