রুদ্র ম আল-আমিন এর কবিতা- যদি মন ভেঙ্গে যায
যদি মন ভেঙ্গে যায
রুদ্র ম আল-আমিন
যদি মন ভেঙ্গে যায় তবে যাওনা আমায় ছেড়ে
আমি কি আর আজো রয়েছি তোমার বিনে সুতোর মালাটির মত করে।
হয়তো আমি শূন্যে ভাসি,মেঘ বৃষ্টি ঝড় তারও সাথে মিতালি করি
হয়তো একদিন তোমায় ছেড়ে ভুলে থাকিব তাহাও জানি।
তাই বলে কি তুমি আমার পর হবে?
আমি রৌদ্রছায়া বরফের কান্না বুঝিনা,হিমালয়,পর্বত,পাহাড় গড়ি নাই
যে আছড়ে পরিবে আবার একদিন তাহার বুকে।
শুধু শুধুই দুদণ্ড ভালোবাসা, তাহাও আজ ভুলিবার তরে
তার চেয়ে এটা ভাবো এই আমি কে?
কে আমি,আর কে-বা ছিলাম এতদিন তোমার মনে।
যদি মন ভেঙ্গে যায় তবে যাওনা আমায় ছেড়ে
আমি কি আর অভিসম্পাত দেব তাই বলে মনে মনে?
তপ্ত রোদে দাঁড়িয়ে থাকো ক্ষতবিক্ষত দেহে,ইহাও প্রেম কেউ বা বলে।
অধরা!
আমার আর মোটেও ভালো লাগে না এইসব স্মৃতি গেথে গেথে।
তার চেয়ে চলে যাও, চলে যাও আজ আমায় ছেড়ে।