মনোনিতা রহমান এর কবিতা-যদি হারিয়ে যাও
যদি হারিয়ে যাও
-মনোনিতা রহমান
যদি কোনদিন হারিয়ে যাও আমি তোমাকে খুঁজবো ।
দূর বহুদূর সমুদ্র নীলিমায় ,
নীল আকাশের বুকে ,
চাঁদের আঙিনায় ।
খুঁজবো সমুদ্র সৈকতের বিজন পথে।
অন্ধকারে কোহলি নিশিতেও যদি হারিয়ে যাও খুঁজবো-
পানকৌড়ি আর চিল নীরে ফেরার স্বপ্নিল খনে ,
নীল আসমানের ঝলমল তারার হাসির অঙ্গনে ।
খুঁজবো-বিস্মৃত স্মৃতির সাদা পর্দায়, গোধূলি মাখা ব্যস্ত সন্ধ্যায় ।
যদি হারিয়ে যাবে যেও ,
এমন কোন জায়গায় যেখানে কেউ তোমাকে জানবে না , কারণ আমি তোমাকে খুঁজবো
সারাটি জীবন ধরে। খুঁজতে খুঁজতে হয় তো একদিন পাব ,
সঞ্চিত যত ভালোবাসা তখনো তোমায় দিতে থাকব।।