যানজটের শহর পাবনা
যানজটের শহর পাবনা
নাগরিক দূর্ভোগ ধারাবাহিক প্রতিবেদনের ১ পর্ব
রনি ইমরান, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
যানজটের ফাঁদে আটকে গেছে পাবনার প্রধান প্রধান ব্যস্ততম সড়ক। শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের খেয়াঘাট থেকে ইন্দিরা মোড় হয়ে মুক্তিযোদ্ধা মার্কেট, হাসপাতালের গেট থেকে মেরিল বাইপাস, ঘোড়াষ্ট্যান্ড থেকে এডওয়ার্ড কলেজ গেট পর্যন্ত যানজট দুর্বিষহ হয়ে উঠেছে। এ যানজট নিরসনের জন্যে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বেলা ১০ টা ৩০ মিনিট, ব্যস্ততম পাবনা শহর যানজটে থমকে গেছে। সারি সারি ব্যাটারী চালিত রিক্সার ভিড়ে হুইছেল বাজিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগী নিয়ে আটকে আছে এ্যাম্বুলেন্স। চরম এই রোগীর অপেক্ষা খুবই বিপদজনক। এ্যাম্বুলেন্স চালক আলমগীর জানায় মূমুর্ষ রোগী নিয়ে যানজটের কারণে হামিদ রোড অতিক্রম করতে ৫-৭ মিনিট সময় বেশি লেগে যায় এটা সত্যিই রোগীর জন্যে খুবই বিপদজনক। শহরের প্রথম অটোবাইকের কারণেই যানজট সৃষ্টি হয় এরপর সিদ্ধান্ত নেওয়া হয় শহরের ভেতর কোন অটোবাইক ঢুকতে দেওয়া হবে না। কিছুদিন যানজট কমলেও বর্তমানে প্রকোট আকার ধারণ করেছে যানজট। হাজার হাজার অটোরিক্সা দাপিয়ে বেড়াচ্ছে শহরের রাস্তায়। যাটজটের অন্যতম কারণ হিসেবে মনে করেন, শহরের প্রতিনিয়ত মানুষ বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে সেই তুলনায় রাস্তা বাড়ছে না। এখনই হামিদ রোডের বিকল্প সড়ক গড়ে তোলার দরকার। কেউ কেউ বলেন, আমাদের আরো সচেতন হতে হবে রাস্তা যেখানে সেখানে আমরা গাড়ী পার্কিং করে ফুটপাত দখল করি এটা যানজটের অন্যতম কারণ। বর্তমানে রোযায় পাবনা জেলা পুলিশ ফুটপাত দখল করে ইফতার সামগ্রী বিক্রি বন্ধ করেছে। এতে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। পাবনা শহরের আব্দুল হামিদ রোড প্রধান সড়ক অফিস, আদালত, হাসপাতাল, জেলখানা, শিক্ষা প্রতিষ্ঠান, থানা সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে এ রাস্তা অতিক্রম করতে হয়। মুলত হামিদ রোডের বিকল্প কোন সড়ক না থাকায় এই যানজট বেশি হচ্ছে বলে মনে করা হচ্ছে। পাবনা শহরের ব্যবসায়ী জাকির হোসেন জানায় যানজটের কারণে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ের মালামাল আনা নেওয়ায় অতিরিক্ত সময় লেছে যায়।
পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, পৌর বাসীকে যানজটের থেকে রক্ষা করতে বিভিন্ন সিদ্ধান্তে কাজ করে যাচ্ছি। পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর টাফিক দিয়ে যানজট নিরসনের কাজ করা হচ্ছে।