শাহিন মামুন এর কবিতা- যুদ্ধ শিশু মনি
যুদ্ধ শিশু মনি
-শাহিন মামুন
৭১’এর একজন বীরঙ্গণা মুক্তিযোদ্ধার সন্তান আমি।
কেউ একটি ভালো নাম রাখার প্রয়োজন অনুভব করেনি আমার।
ছোটমনি ডাক থেকে মনি নামেই পরিচিত আমি।
কারন আমি যুদ্ধ শিশু।
জন্মই আমার আজন্ম পাপ।
বেঁচে থাকাই আমার এখন অভিশাপ।
যুদ্ধ! সে তো শেষ হয়েছে ৫০ বছর।
স্বাধীন হয়েছে বাংলাদেশ।
পেয়েছে লাল -সবুজের একটি স্বাধীন পতাকা।
কিন্তুু আমি মনি সে তো পেয়েছি শুধুই লাঞ্চনা।
পরিচয় আমার যুদ্ধ শিশু,মা ছিল বীরঙ্গনা।
যুদ্ধ শিশু বলে হাতে উঠেনি মেহেদীর রং
গায়ে উঠেনি বেনারশি শাড়ি
নারী হয়েও হতে পারিনি মা,পায়নি মাতৃত্ত্বের স্বাদ জীবনে।
কারণ,জন্মই আমার আজন্ম পাপ
আমি যে যুদ্ধ শিশু,পরিচয় আমার জারজ।
তবুও শান্তনা জীবনে এতোটুকই
আমার মায়ের সম্ভমে পেয়েছি স্বাধীনতা
পেয়েছি একটি লাল-সবুজের পতাকা
পেয়েছি একটি স্বাধীন দেশ,নাম তার বাংলাদেশ।
অতপর,আমি যুদ্ধ শিশুই আজ হয়েছি মনি।
আমার আরেক নাম”লাল-সবুজের বাংলাদেশ”।