পৌর নির্বাচন : মুন্ডমালা পৌরসভার নৌকার পক্ষে ভোট চান যুবলীগ নেতা আরিফ রায়হান তপন
সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রার্থীদের গণসংযোগ আর প্রচার প্রচারনায় জমে জমে উঠছে আসন্ন মুন্ডামাল ৩০ শে জানুয়ারি পৌর নির্বাচন, প্রতিশ্রুতি দিচ্ছিন মেয়র পদ প্রার্থী আমির হোসেন আমিন , প্রত্যকেই জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
আর ভোটরা বলছেন শত যোগ্য প্রার্থীকে আমরা বেছে নিবো, গ্রামের রাস্তা ঘাট আর পাড়া মহল্লা এখন প্রচারে প্রচারে স্লোগান মুখর , প্রার্থীর ভোট চেয়ে চোষে বেড়াচ্ছেন প্রার্থীর সমার্থক বৃন্দুরা।
নির্বাচন মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও সতন্এ প্রার্থীর ব্যাপক প্রচার প্রচারনা।
বুধবার (২৭শে জানুয়ারি) আজ পৌরসভার বিভিন্ন ওর্য়াডে ওর্য়াডে গণসংযোগ করেন মেয়র পদ প্রার্থী আমিনের পক্ষে ভোট চান রাজশাহী জেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ আরিফ রায়হান তপন।
অন্যান মাঝে উপস্থিত ছিলেন মুন্ডামাল পৌর ওর্য়াড যুবলীগ সভাপতি সাহাবুদ্দীন, মুন্ডমালা পৌর ছাত্রলীগ নেতা মোঃ রবিউল ইসলাম আকাশ, ছাত্র নেতা মোঃ মানিক, মুন্ডমালা পৌ ছাত্র নেতা মারুফ প্রমুখ।