‘রাশিয়ার কাছে ট্রাম্পের যৌনতার গোপন ভিডিও’ নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
রাশিয়া কাছে তার বিষয়ে গোপন তথ্য ও স্পর্শকাতর তথ্য আছে- গোয়েন্দা সংস্থাগুলোর এমন খবর ফাঁসের জন্য তাদেরকে একহাত নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দাদের ফাঁস করা এই তথ্য সিএনএন, নিউ ইয়র্ক টাইমসসহ যেসব গণমাধ্যম প্রকাশ করেছে, তাদেরকেও তুলোধুনা করেছেন ট্রাম্প এবং ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলো ও গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত খবর সম্পর্কে ট্রাম্প বলেন, ‘নাৎসি জার্মানির মতো কিছু করা হয়েছে তার বিরুদ্ধে।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের বিশ্বাস, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ যৌন কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক প্রমাণ রাশিয়ার কাছে আছে। বিবিসির সাংবাদিক পল উড সিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্য দ্য ইনডিপেনডেন্ট।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, রাশিয়ার কাছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এবং অর্থনৈতিক বিষয়ক গোপন তথ্য রয়েছে। সিএনএন, নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম গোয়েন্দাদের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
ওয়াশিংটন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে পল উড জানিয়েছেন, তিনি ট্রাম্পের ব্যক্তিগত তথ্য রাশিয়ার হাতে থাকার বিষয়ে সিআইএয়ের সঙ্গে কথা বলেছেন। সংস্থাটি তাকে জানিয়েছে, ট্রাম্পের অবৈধ যৌন কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক ভিডিও ও অডিও রেকর্ডিং রাশিয়ার কাছে আছে এবং যে সূত্র থেকে তারা এ তথ্য পেয়েছে তা বিশ্বাসযোগ্য।
পল উড বলেন, ‘ ধারণা করা হচ্ছে কেবল ভিডিওই নয়, বরং একাধিক অডিও টেপ, বিভিন্ন তারিখের এবং কেবল মস্কোরই নয় বরং পিটার্সবার্গেরও রয়েছে।’
ট্রাম্প সম্পর্কিত এসব গোপন প্রতিবেদন তৈরি করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম-সিক্সিটিনের প্রাক্তন গোয়েন্দা ক্রিস্টফার স্টিল। ধারণা করা হচ্ছে, গত বছর মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান দলের ভেতেরই ট্রাম্পবিরোধী শিবিরের জন্য এ প্রতিবেদন তৈরি করা হয়েছিল। কূটনৈতিক পরিচয়ে রাশিয়া ও প্যারিসে বেশ কয়েক বছর কাজ করেছেন ক্রিস্টফার।
এদিকে, বুধবার সংবাদ সম্মেলনে, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশ করা এসব খবরকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এ ধরনের তথ্য কখনোই লেখা উচিত হয়নি এবং নিঃসন্দেহে প্রকাশ করাও উচিত হয়নি। পুরোটাই ভুয়া খবর। অবাস্তব ব্যাপার। এমনটি কখনোই ঘটেনি। অসুস্থ লোকজনই এ ধরনের খবর প্রকাশের জন্য দায়ী।’
রাশিয়াও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থার এসব অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট; এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়।’