মোঃ গোলামুর রহমান এর কবিতা- রমযানের চাঁদ
রমযানের চাঁদ
-মোঃ গোলামুর রহমান
আকাশে আজ চাঁদের হাসি
এলো রমযান মাস
খুঁজে খুঁজে নেক আমলের
করতে চাই অভ্যাস।
এই মাসের প্রতি মুহূর্ত
বড় দামী সময়
আখেরাতের পুঁজি সঞ্চয়ে
তৈরি করি হৃদয়।
আত্মসংযমী হয়ে সবে
রোজা রাখি ভাই
পরনিন্দা অহংকার থেকে
মুক্তি পেতে চাই।
মনকে বলি যতো পারো
নবীর সুন্নত ধরো
আল্লাহর ভয়ে পাপের পথে
সবকিছুই ছাড়ো।