সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-রহস্যময়ী সৃষ্টি নারী
রহস্যময়ী সৃষ্টি নারী ।।
—- সেলিনা জাহান প্রিয়া
নারী আমি রহস্যময়ী !
আমি? নারী – হ্যা আমি নারী
আমি ভোরের স্নিগ্ধ শিশির শীতল প্রভাত
আমিই অন্ধারের মাঝে আলো জ্বেলে অপেক্ষার নাম ।
আমি সিঁদূর রাঙা সাঁঝের আকাশ মেঘের ফেরী
আমি কিশোরী চঞ্চলা চপলা বাউরি বাতাসের পাগলী
বাঁশীর সুরে আমিই রাধা হয়ে নেচে যাই ছলায় কলায় !
ভরা যৌবনে পূর্ণিমার রূপালী চাঁদ অপ্সরা অদিথি চাতক ,
জ্যোৎস্না ছড়িয়ে প্লাবনে ভাসাই হিমালয় হতে গঙ্গা যমুনা
আমি নারী, তাণ্ডব-বসনা পাহাড়ী ঝর্ণার হাত ছানি প্রেমের ,
আমি প্রেম, আমি মমতা আর বাঁধনের শক্ত বাধন জুয়াড়ি ,
নারী আমি রহস্যময়ী ! ছলনার সাত কাহন
আমি? রহস্যময়ী সৃষ্টি নারী –
আমায় কি তুমি চিনতে পারোনি?
বিধাতা সৃষ্টিতে আমি প্রেম মোহ রহস্য ঘেরা এক সৃষ্টি
কত রাজা মহারাজা নবাব বীর সেপাহী মহা কালে
আমার নুপুরে লুটিয়েছে হীরার মুকুট তরবারি !
হারিয়েছে সিংহাসন দিয়েছে বুকের লাল রক্ত আমার প্রেমে
হয়নি কোন ইতিহাস রচিত নারীর পরশ ছাড়া
তাবত যুদ্ধ আমার প্রেমে প্রান গেছে কত বীর
আমি নর্তকী , বাঈ, আমি অগ্নিশিখা মহাপ্রলয়
আমি হিমাংকের সর্ব শীতল শক্ত পরশ –
আমি মায়া, আমি ছলনা আমি প্রতারনা
আমি সব পাখির কণ্ঠে নীল কণ্ঠক-মিথ্যে কুহক
আমি মরীচিকা, আমি ফাদ ,আমি বিষাক্ত নাগিন
আমি আশা আর ভালবাসা সব পাজারের তাজমাহল।
আমি,
নারী আমি রহস্যময়ী !
ভরা যৌবনে পূর্ণিমার রূপালী চাঁদ আমি-
বর্ষার আকাশ ভাঙা শ্রাবণ ধারা বন্যা আমি !
আমি নারী, চির অচেনা , নারী আমি অন্ধার এক রহস্য
কৃষ্ণচূড়া স্বর্ণলতা ,জুই মালতি কেয়া হেনা আমার রুপ
সকল ফুলের মাঝে আমিতো নারী ফুটে উঠি তোমাদের তরে
আমার রুপ যৌবন আঁখি ঠোঁট দেহের ভাজ নৃত্য কলা
শরীরের রন্দ্রে রন্দ্রে কাম প্রেম আর সৃষ্টির নেশার মায়া রহস্য
আমি সৃষ্টি সুখের উল্লাসের ঘূর্ণিপাক মাতম করা পাগলা হাওয়া !
আমি পাথর-শিলা হিরা মুক্তা রুবি পান্না জহরত মনি মানিক্য
আমি নিষ্ঠুর, হৃদয়হীনা, আমি পাষাণী বেদী প্রেমের ঝরনা
নীলাম্বরী, তীব্র হুংকারে ফেটে পড়ি প্রেমে করি তাবত সৃষ্টি ,
আমি, রহস্যময়ী সৃষ্টি নারী ।
নারী আমি রহস্যময়ী ! মায়া প্রেমের পরশ, আলোর শিখা
আমি নটরাজ নর্তকী খেয়া পারের লাজ লজ্জাহীন ডিঙ্গি ,
আমি একটি ফুল ফল তরুলতা বৃক্ষের মতো ছড়িয়ে পড়ি
কার্বনে ডুব দিয়ে বিলিয়ে যাই অক্সিজেন রহস্যময় প্রেমে
আমি নদী থেকে মহুনা হয়ে মহা সুমদ্রের গর্জন আছড়ে পড়ি
পাগলপারা বসন্তের বিরহী কোকিল প্রেমের সুরে মাতাল করি
আমি প্রেমে ফুলে-ফলে, হাসি-গানে পূর্ণ পৃথিবী নতুন সৃষ্টি করি
আমি নারী
রহস্যময়ী।রহস্যময়ী সৃষ্টি নারী বিধার সকল সৃষ্টির এক সৃষ্টি ,
আমিই সেই নারী, যে হয় কবির কবিতা ও কাব্যের নায়িকা।
আমি সেই নারী যে তোমাদের অর্ধশক্তি।তোমাদের অর্ধাঙ্গীনি।
আমি, রহস্যময়ী সৃষ্টি নারী প্রেমের বিশ্বাসে আর অবিশ্বাসে মরি
আমি রহস্যময়ী !
রহস্যময়ী সৃষ্টি নারী আমি !
তোমাদের স্বার্থে নিজেকে আগুনে পুড়ায়ে লালসার খাদ্য হয়ে আছি
আমিই স নারী, যে কারো মা, কারো বোন, কারো স্ত্রী বা প্রিয়াসি
আমিই সেই সহনশীল, ধৈর্য্যধারীণী তোমাদের কে গর্ভে ধারন করি
আমিই সেই হাজারও প্রতিকূলতা কখনো হার না মানা জননী
যে তোমাদের তরবারি হয়ে তোমাদেরকে যুদ্ধে জয়ী করার প্রেরণা।