মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-রাজাধিরাজ
রাজাধিরাজ
-মোল্লা মোঃ জমির উদ্দিন
প্রজাতন্ত্রের বাংলাদেশে
রাজাধিরাজ করছে বসবাস
ক’দিন বাদে বাদে খুন
খারাপির মহাউৎসব, যত কান্না
সুন্দরী কন্যার বাবামার
ভালো করে ভেবে দেখুন
ভুল গানে মাত করেছে
আমরা সবাই রাজা
রাজার রাজত্বে, গানটা
আজি বদলে দিয়ে
গাইতে হবে আমরা
সবাই প্রজা গুটি কয়েক
রাজা এই প্রজাতন্ত্রে।
আগেও দেখেছি একাধিক
চিত্র নায়ক খুন হয়েছে
রাজায় বিদেশে, আজও
দেখি রক্ষিতা খুন
রাজায় উড়ে গেছে
কত রাজা হয়েছে দেশে
প্রজা তোমরাই খুঁজতে হবে
সুন্দর বন রক্ষক দেখ
রাজা বনে গেছে
সুন্দরী গাছ খেয়ে রাজা
টালমাটাল হয়েছে।
সাগর মাতার কুল
সামলাতে প্রদিপ কক্সবাজারে
কাঁচা পাকার মোহে বেটা
রাজা হয়ে গেছে
খুনখারাপির সকল
সীমা লংগন করেছে।
দেশমাতৃকার অর্থনীতি সুন্দরী
কন্যা সবথেকে বেশি
এই কন্যার ধর্ষক যারা
নিয়েছে রাজার বেস
আইন তাড়া করলে
তারা চলে যায় বিদেশে
ভাড়া বিমান কেমনে
তাদের পার করে দেয়
প্রজাসকল খবর রাখ দেখি।
ইতিহাসের অংশ বটেই
অক্সিজেন ফ্যাক্টরী
সংস্কৃতির প্রাণ প্রেয়সী
সহরোয়ার্ধী উদ্যান
খুজতে হবে কোন
রাজার চোখের বালি
ঐবেটারা এদেশের নয়
প্রজার রক্ত শুষে
তারা হয়েছে বিদেশি।
কবে আর শিখবি তোরা
করোনার শিক্ষা কিরে
অল্প ক’দিন দুনিয়াদারী
ভালো করে দেখ, ঝরে
যাওয়া নক্ষত্রগুলারে
যতই তোরা রাজাধিরাজ
যাইতে হবে দুনিয়াটা ছেড়ে।