মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- রাজ রাজ্জাক
রাজ রাজ্জাক
মোঃ আরিফুল ইসলাম
অকালেই চলে গেলেন কালজয়ী বীর,
হাজার স্মৃতি মনে করছে ভীর।
তুমি ছিলেন আপামর দর্শকের মাথার তাজ,
সকলের অতি আদরের নায়ক রাজ।
শিশু থেকে বৃদ্ধ সবাই তোমার ভক্ত,
তোমাকে হারিয়ে সবাই হয়েছে আজ রিক্ত।
হাউ মাউ করে কেধে ওঠে মন তোমার বীহনে,
তুমি ছিলে মনের মনিকোঠার অতি গহিনে।
অজান্তেই বেজে ওঠে মনে সব কালজয়ী গান,
তুমি নাই সে কথা বিশ্বাস করে না কান।
তুমি বাংলা চলচিত্রের মহারাজ তুমি সর্বশ্রেষ্ঠ,
সারাজীবন সবার মনে থাকবে অধিষ্ঠ।