রদ্র ম আল আমিন এর কবিতা-রাত্রী দিপ্রহর
“রাত্রী দিপ্রহর”
——রদ্র ম আল আমিন
সকাল বেলা দৃষ্টিনন্দন কারো বা চোখে,,
কারো বা বিকেল,,,
দুপরটা আবেগ আর ঘনঘোরে মোদের।
সুপ্রীতি! আমার প্রেয়সী হ’য়ে,,,,
রাত্রীটা আলো জলমল করে
ওদের ঘরে,,(মনের ঘরে)
যেনো উনমাদ তরুনের দল,
সাঁখা আর সিধুর হাতে ক’রে ঘুরে বেড়ায়।।
ক’টা জীবনের জলরঙ,,,,,,,,
একেঁ যায় কার বা ঘরে, রাত্রী দিপ্রহর।
এখুন বয়সের ভাড়ে নুয়েছে আমার,,,
শরীর মন, কালের কস্মিন সাক্ষী হয়ে।
সুপ্রীতি! ফের কি সকাল হবে