সেলিনা জাহান প্রিয়ার কবিতা-রাত দাঁড়িয়ে
রাত দাঁড়িয়ে
———– সেলিনা জাহান প্রিয়া
একটা রাত আমাকে নির্ঘুম করে আটকে রেখেছে তার সীমানায়
গভীর রাতের কাছে আমার ব্যক্তিগত কিছু চাওয়ার নেই আজ
এখন আমার বড় ভয় করে শীত সন্ধ্যার কুয়াশার মত রহস্যময়
এই ভয় আমার আনন্দ সেই হারিয়ে হাওয়া শৈশবে কথা মনে করে ।
গভীর রাতের কাছে আমার ব্যক্তিগত কিছু চাওয়ার নেই আজ
এখন আমার বড় ভয় করে শীত সন্ধ্যার কুয়াশার মত রহস্যময়
এই ভয় আমার আনন্দ সেই হারিয়ে হাওয়া শৈশবে কথা মনে করে ।
ঘনকালো রাতের আকাশ থাকে পরিস্কার স্বচ্ছ্ব জলের মত
রাতের কাছে আমার দায় আছে পুরোরাত নামুক শহরজুড়ে
আমি রাতময় দেখতে চাই চুপি চুপি মোহময় অন্ধকার রাত।
রাতের পথ ধরে হাঁটি রাত ভোর আগ পর্যন্ত! মুগ্ধতাজড়ানো রাত!
রাতের কাছে আমার দায় আছে পুরোরাত নামুক শহরজুড়ে
আমি রাতময় দেখতে চাই চুপি চুপি মোহময় অন্ধকার রাত।
রাতের পথ ধরে হাঁটি রাত ভোর আগ পর্যন্ত! মুগ্ধতাজড়ানো রাত!
তোমাদের কাছে কোন একরাতে আমি একটু ঘুম ধার চেয়েছিলাম
অথচ কী নির্লিপ্ততার চাদরে ঢেকে রেখেছিলে নিজের মুখ।
আমি আলগোছে নিজেকে ফিরিয়েছিলাম রিক্ত নয়নে একবার তাকিয়ে
যতদূর চোখ যায় ততদূর তাকিয়েছিলাম যদি ভুল করে হলেও ডাকো ।
অথচ কী নির্লিপ্ততার চাদরে ঢেকে রেখেছিলে নিজের মুখ।
আমি আলগোছে নিজেকে ফিরিয়েছিলাম রিক্ত নয়নে একবার তাকিয়ে
যতদূর চোখ যায় ততদূর তাকিয়েছিলাম যদি ভুল করে হলেও ডাকো ।
প্রতিদিন নিয়ম করে রাত নামে পৃথিবীতে আজ অবধি তাই
রাতের আকাশ দেখলে মাঝে মাঝে নিজেকে ভাবতে বসি
আমাদের মনের প্রতিবিম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে রাতের আকাশ,
এই রাতের কাছে আছে আমার পূর্বজন্মের দায়!মুগ্ধতাজড়ানো ।
রাতের আকাশ দেখলে মাঝে মাঝে নিজেকে ভাবতে বসি
আমাদের মনের প্রতিবিম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে রাতের আকাশ,
এই রাতের কাছে আছে আমার পূর্বজন্মের দায়!মুগ্ধতাজড়ানো ।
আমার বদলে যাওয়া রাত বলে আয় রাতের গভীরে আয়!
যখন জন্ম নিয়েছিলাম সেদিন কান্নার স্বরে জানান দিয়েছিলাম
নিজের আগমনীবার্তা মুগ্ধতাজড়ানো রাত!পূর্বজন্ম এ যেন
রাতের সৌন্দর্যে আমি রোজ রোজ হারাতে চাই রাতের গহীনে!
যখন জন্ম নিয়েছিলাম সেদিন কান্নার স্বরে জানান দিয়েছিলাম
নিজের আগমনীবার্তা মুগ্ধতাজড়ানো রাত!পূর্বজন্ম এ যেন
রাতের সৌন্দর্যে আমি রোজ রোজ হারাতে চাই রাতের গহীনে!
রাত এলো বলে কেউ কেউ গেয়ে যায় রাতের গান।
আমি তন্ময় হয়ে শুনি ,দীর্ঘায়িত করে যাই নিজের মত করে
আমি হাঁটতে গেলে সে পথে মাঝে মাঝে কেউ আগলে দাঁড়ায় ,
আমি দেখি না তারে শুধু কোন এক জনের পায়ের চিহ্ন ভাসে ।
আমি তন্ময় হয়ে শুনি ,দীর্ঘায়িত করে যাই নিজের মত করে
আমি হাঁটতে গেলে সে পথে মাঝে মাঝে কেউ আগলে দাঁড়ায় ,
আমি দেখি না তারে শুধু কোন এক জনের পায়ের চিহ্ন ভাসে ।
কোন এক রাতে রাত নেমেছিল পৃথিবীতে সব আলো নিভে গেছে
নিজে নিজেকে দেখার মত তেমন কোন আলোও অবশিষ্ট ছিলনা
রাতের সংজ্ঞা পাল্টিয়েছিল সে একান্ত। ঘনকালো রাত অন্ধকার
একান্ত আমার জন্যে অজস্র তারা বুকে নিয়ে ঠায় দাঁড়ানো রাত ।
নিজে নিজেকে দেখার মত তেমন কোন আলোও অবশিষ্ট ছিলনা
রাতের সংজ্ঞা পাল্টিয়েছিল সে একান্ত। ঘনকালো রাত অন্ধকার
একান্ত আমার জন্যে অজস্র তারা বুকে নিয়ে ঠায় দাঁড়ানো রাত ।