রানী

রানী!!
সেলিনা জাহান প্রিয়া ।

পানশালায় ডুবে আছে প্রেমিক মাতাল চাঁদ!

কুন্তিবায়ের ঘুঙুরে তখন রাজার সুখ ভাসে

নেশার রঙে তখন পান্তশালায় গভীর রাত ।

নর্তকীর নীল নয়নে বেহালায় করুন ঢেউ

রানীর তখন শুধুই রাজ মুকুটের সুভা মাত্র

সোনার পালঙকে বসে আখির কাজল মুছে

রাজা ঘুমিয়ে বাঈয়ের আলতা পায়ে চুমু দিয়ে ।

তবু রানী

সব ভুলে

দূর্বাঘাসের উপর

নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে অবোধ শিশির হয়ে ।

পাথর হিম কক্ষে গড়িয়ে পড়া চোখের জলে

রাজ মহলের দেয়ালে শ্যাওলা হয়ে বাঁচে ।

রানীর অপেক্ষার রাত্র মাতাল হয় আঁখি-

মোমবাতি গুলো একটু একটু গলে পড়ে

রানী তাতেই যেন জীবনের আল্পনা আঁকে !

বিশ্বাস রাজা রাজ মন্ত্রে নেই ! বিবি শুধু সোভা

যা কিছুই অর্জন-উপার্জন তা নর্তকীরই ভাল জানে !

ভালবাসাগুলো

সব তো

বাঈ

বাদী

দিতে খুব ব্যস্ত

পানশালায় ডুবে আছে রাজার মাতাল মন –

রানীর তখন শুধুই রাজ মুকুটের সুভা মাত্র !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!