রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ
শাহিন মামুন
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ
ওরা কারা?
যারা বন্ধুত্বের নামে লুটে খাচ্ছে
অতপর লুটে নিচ্ছে তুমি বাংলাদেশ।
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ
ওরা কারা?
যারা একাত্তরের সাহায্যের নামে
লুটে খাচ্ছে অতপর লুটে নিচ্ছে
তুমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে।
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ
ওরা কারা?
যারা একাত্তরের বন্ধুত্ত্বের নামে
লুটে নিচ্ছে অতপর লুটে খাচ্ছে
তিস্তা নদীর পানি উজানে টেনে।
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ
ওরা কারা?
যারা একাত্তরের বন্ধুত্ত্বের নামে
লুটে নিচ্ছে অতপর লুটে খাচ্ছে
তুমি বাংলাদেশের ভূ-খন্ডের সীমানা।
তবুও ওরা শান্ত নয়,
হিংস্র হায়েনা নামের জওয়ানের গুলিতে
পাখির মতো আটকে থাকে সীমান্তের কাঁটাতারে
কিশোরী ফেলানী সহ হাজারো বাঙ্গালীর লাশ।
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ!
রুখে দাঁড়াও হে ১৬ কোটি বীর সন্তানের
জন্মভূমি তুমি বাংলাদেশ।
যে ভাবে রুখে দাঁড়িয়েছিলে একাত্তরে
তুমি বাংলাদেশ তোমার স্বাধীনতার জন্যে
যে ভাবে রুখে দাঁড়িয়ে ছিলে একাত্তরে
তুমি বাংলাদেশ তোমার স্বাধীনতার প্রতীক
লাল-সবুজের একটি পতাকার জন্যে
পিন্ডি-মিলিটারীর বিরুদ্ধে।
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ!
রুখে দাঁড়াও হে ১৬ কোটি বীর সন্তানের
জন্মভূমি তুমি বাংলাদেশ।
সে ভাবেই রুখে দাঁড়াও তুমি আরেকবার ওদের বিরুদ্ধে
যারা বন্ধুত্ত্বের নামে করছে শোষণ প্রতিদিন-প্রতিরাত
তোমার তুমি বাংলাদেশের স্বাধীনতার
অতপর তোমার তুমি বাংলাদেশের
লাল-সবুজের একটি জাতীয় পতাকার।
রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ!
রুখে দাঁড়াও হে ১৬ কোটি বীর সন্তানের
জননী-জন্মভূমি তুমি বাংলাদেশ।