সেলিনা জাহান প্রিয়ার কবিতা-রুপান্তরিত
রুপান্তরিত
— সেলিনা জাহান প্রিয়া
যে অপেক্ষায় আছে
আমাকে পাবে বলে-
মৃত্যু তার অমোঘ সত্য
অতীত-আর্তি তে —
হাতের তালুতে পদ্ম পেলে
মূল্য তাহার
শূন্য ভেবো না।
স্বর্গ কিম্বা নরক
যা খুঁজে পাওয়া যায়
বিশ্বাসের বাজারে
সুখ আর দুঃখ ফেলে জিবন
রুপান্তরিত হয়
এক রুপ হতে অন্যরুপে।
জীবন একটাই।
আর জন্মাবে না
তুমি- আমি পুরাতন পাঠ্য
অবধারিত মৃত্যুর সমীকরণে
চিতকার করি-
যে পথে আমি হেটে বেড়িয়েছি
বিগতকাল স্বপ্ন দেখে ! আজ সে
তোমার ফ্রেমে বন্দী !!
একচিলতে বৃষ্টির মেঘ হয়ে ভেসেছি
তুমিই ডেকে ছিলে
হৃদয়ে ঝরে পড়ার আকূতি নিয়ে।
তোমার চোখে চেয়ে ভেবেছি
হৃদয়ের মলাটে রাখব
সুগন্ধি ফুলের পাশাপাশি।
অনেক অনেক দিন পরে
কোন এক মিষ্টি বিকেলে
ধুলি মাখা বুক সেলফে
তোমাকে খুলব প্রথম
প্রেমের বুক ধুকপুকুনি নিয়ে।।
হে সূর্য! ধ্বংসের আগে একবার
আমাদের মতো জ্বলে উঠো।