রূপপুর ও পাবনা পুলিশ লাইন মাঠ পরিদর্শনে দুই মন্ত্রী, এমপি, সচিব
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স আজ ঈশ^রদী রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ও পাবনা জেলা পুলিশ লাইন মাঠ পরিদর্শন করেন। আগামিকাল ১৪ জুলাই ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ^রদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফার্স্ট কনক্রিট পোয়ারিং (এফসিডি), ঈশ^রদী-ঢালারচর-পাবনা নতুন রেলওয়ে লাইন স্থাপন ও স্টেশনসহ পাবনা জেলার ৪৯টি প্রকল্প স্থাপনা উদ্বোধন করবেন এবং পাবনা পুলিশ লাইন মাঠে এক জনসভায় ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর পাবনা সফরকে সাফল্যম-িত করতে সার্বক্ষণিক সকাল সন্ধ্যা তদারকি চালিয়ে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী পাবনা-৪ আসনের এমপি ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিয়াদুল কবীর ও সংশ্লিষ্ট ভূমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এসময় মন্ত্রীদের পাশে ছিলেন।
বার্তা প্রেরক-মো: রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়।