হোমিওপ্যাথিঃ রেপার্টরি কেন করবেন কিভাবে করবেন
হোমিওপ্যাথিঃ
রেপার্টরি কেন করবেন কিভাবে করবেন
ডা. আওলাদ হোসেন
ডা. কেন্ট, ডা. বোনিংহাউসেন ডা. মার্ফি এদের রোপার্টরী অনেক হোমিওপ্যাথ কেন করবেন বা কিভাবে করবেন এবং কত পার্সেন্ট রেপার্টরি ব্যাবহার করে থাকেন তা নিয়ে মতবাদ মতভেদ থাকতে পারে কিন্তু ছাত্র/ছাত্রীদেরকে অবশ্যই পড়া থেকে বঞ্চিত করা ঠিক হবে না। যদি আপনার সে যোগ্যতা না থাকে তবে তা ধার বা কর্জ করে শেখানো উচিত হবে। রেপার্টরি কি, কিভাবে করতে হয়, অচির ও চির রোগে রেপার্টরি ইত্যাদি নিয়ে বাজারে বই পাওয়া যায় এবং কলেজের সিলেবাসে অন্তর্ভূক্ত আছে। ভালো শিক্ষক পেলে Practical demonstration এর মাধ্যমে অতি সহজেই বিষয়টি বুঝিয়ে দেয়া যেতে পারে। যারা বাংলায় এই বিদ্যা অর্জন করতে চান তারা ডা. কেন্টে এর বাংলায় লেখা বইটি সংগ্রহ করবেন। প্রথমেই প্রশ্ন এতবড় বইটি কি করবেন। এটাতো লক্ষণের ডিকশনারি, একটি লক্ষণ তার ঔষধ কয়টি, 1st, 2nd, 3rd Grade বলতে কি বুঝেন যা Repartory তে ব্যবহৃত হয়ে থাকে। শুধু কি 1st Grade এর ঔষধ পড়বেন, না 2nd Grade বা 3rd Grade। তারপর রোগীর বর্ণনাকে Repertory এর ভাষায় রূপান্তরিত করতে হবে। বিকল্প শব্দ ব্যবহার এবং অন্য কোন শব্দ ব্যাবহার নিয়ে আলোচনা হতে পারে। এখানে মূল সমস্যা হচ্ছে ডাক্তার যদি অর্গাননের জ্ঞান সম্পন্ন না হন তাহলে রোগী এলে রোগী লিপি না করে কিছু লক্ষণ কমন পড়লেই ঔষধের নাম এসে যায় এবং রোগীকে সেই ঔষধটিই দেওয়া হয় এবং স্বাভাবিকভাবেই যা হয় তাতে অবশ্যই দোকান ভালোই চলে তা নাহলে দোকান বন্ধ হয়ে যেত। কিন্তু প্রশ্ন হলো আপনি রেপার্টরির সাহায্য ছাড়াই কিভাবে ঔষধ নির্বাচন করলেন, সঠিক যে হোল তা নিশ্চিত হলেন কিভাবে? উত্তরে হয়তো বলবেন আমরা জানি। এই জানার মধ্যে দু’টি কথা আছে-১। আপনার রোগীলিপি পূর্ণাঙ্গ হয়ে থাকলে যে সকল লক্ষণ বিস্তারিত জানতে চান তাহলে তা Rubric হিসেবে তা Repertory তে Search দিতে হবে এবং একাধিক ঔষধ পাওয়া যাবে। ২। Contraindication কিছু থাকলে তা বাদ দিতে হবে। কিছু উদাহরন দেওয়া হলোঃ- লবন পছন্দ-Desires-1st Grade এ আছে Arg. No. CV. Lac.C. NM. NA Phos Verat এখানে শীতকাতর, গরমকাতর প্রয়োজনে ঔষধ পৃথক হয়ে যাবে যেমন গরমকাতর হলে NM হতে পারে এবং শীতকাতর হলে CV হতে পারে জোর করে বা না যেনে না বুঝে কিছু করবেন না, রোগীর কথাকে প্রাধান্য দিতে হবে। তারপর রোগীর মিষ্টি পছন্দ – Desires 1st Grade-Arg.N.Canm. Chin. Chin.S. Lyc. Staph Sulph. এখন প্রথম লক্ষণকে Identify করার জন্য এখানে 2nd Grade এ যেতে হবে। যেমন- Bry. Euphry. Ferr. হতে পারে তারপরও প্রথম লক্ষনকে qualify করার জন্য 3rd Grade এ যেতে হবে যেমন-CV. Med. Nita. Phos. এখন প্রশ্ন করতে পারেন খাদ্যের ইচ্ছা অনিচ্ছার এত গূরুত্ব কেন? কেন্ট এখানে Stomach ও General দুটি Chapter এ অন্তর্ভূক্ত করেছেন। মার্ফি Food আলাদা একটি Chapter করেছেন। ব্যক্তিস্বতন্ত্রি করণের জন্য এবং সার্বদৈহিক লক্ষণ হিসেবে ব্যক্তির ইচ্ছে ও অনিচ্ছাকে গ্রহন করা হয়-না বুঝে আবোল তাবোল জিজ্ঞাস করার জন্য এটা করা হয় না বা পান্তা ভাত পছন্দ বা কাঁচামরিচ পছন্দ রোগী বলতে পারে কিন্তু ডাক্তারকে তা বুঝে নিতে হয়। ১৫৩ নম্বর সূত্রে লক্ষণের গুরুত্ব অনুসারে ৪ ভাগে ভাগ করা হয়েছে। রেপার্টরী অনুসারে যদি ৫ থেকে ৭ টি লক্ষন গ্রহণ করা হয় এবং Repertorise করা হয় তাহলে দেখা যাবে প্রতিটি লক্ষনের জন্য একটি করে ঔষধ নিয়ে সর্বোচ্চ নম্বরধারী ঔষধটিকে মেটেরিয়া মেডিকা অনুসারে রোগীকে দিতে হবে, এটাই হবে গাণিতিক উপায়ে সমাধান (বিস্তারিত দেয়া হলো) কিন্তু যদি ডাক্তার ধরেই নেন সঞ্চালনে বৃদ্ধি তাহলে রেপার্টরী এর আগেই বলে দিবেন Bryonia এবং কাজ হবে। কিন্তু যদি হুবহু কমন না পরে তখন কি করবেন। দেখা গেল রোগীটি একাধিক রোগে আক্রান্ত তখন কি করবেন? আপনার যদি অর্গানন পড়া থাকে ক্রনিক ডিজিস এর ক্ষেত্রে সূত্র ১৭১ অনুসারে অযৌন ও চিররোগে যা সোরা দোষ থেকে উৎপন্ন হয় কতগুলো এন্টিসোরিক ঔষধ পর পর প্রদান করার দরকার হয়………..। এক্ষেত্রে ডাক্তার ধৈর্য, দক্ষতা, মেধা এবং পরিবর্তিত অবস্থায় পূর্বের মত অব্যর্থ ঔষধ অবশ্যই নির্বাচন করতেন অন্যথায় বলতে হবে প্রথম রোগের ঐষধটি কাজ করেছে এবং সেরেছে। কিন্তু ২য় রোগটির জন্য আপনাকে এলোপ্যাথি করতে হবে। ধন্য হোমিও চিকিৎসক-আজকাল এলোপ্যাথগণও এইরূপ কাজ করেন এবং রোগীকে ঢাকা পাঠান এবং ঢাকারা বলেন যে, রোগীকে আনতে দেরী হয়ে গেছে…। রোগীলিপি ডা. হ্যানিম্যান-রেপার্টরীর উদাহরণ।
প্রায়ই উল্লেখিত।
রোগীনী, ধোপানী বয়স ৪০ উর্ধ্ব।
১। উদরে তীরবিদ্ধবৎ ব্যথা সঞ্চালনে বৃদ্ধি। ব্যথা বাম দিক হতে আসে। ২। শুয়ে থাকলে সম্পূর্ণ ভালো। ৩। ভোর ৩.০০ টার পর ঘুমাতে পারে না। ৪। মুখে রুচি আছে কিন্তু সামান্য আহারে অসুস্থ্যতা। ৫। তখন মুখে জল ওঠে এবং গড়িয়ে পড়ে। ৬। প্রতিবার আহারের পর ঘন ঘন নিস্ফল ঢেকুর ওঠে। ৭। সে আবেগ প্রবণ, সহজে রাগান্বিত হয়….। আমরা অবশ্য রোগীলিপি করার সময় প্রশ্ন করি আপনার প্রধান কষ্ট কি? (CC) পাওয়া গেল ব্যথা সঞ্চালনে বৃদ্ধি-Motion agg. –Murphy Page-771- এক মহা সমুদ্র অর্থাৎ ১৫০টি ঔষধ। Pain abdomen-ঔষধ আছে ১৫০টি Sub Rubrics আছে আরও বেশী। শয়নে উপশম ৮০টি। তার পর আছে (৭৬৮ পৃ:) Lying down amel, after, Lying down Position (abdomen on amel, back on agg. back on amel) bed in agg. amel sides. etc. এই দুইটি বিষয়ে ব্যক্তি স্বাতন্ত্রী করনের জন্য উপস্থিত রোগীর নিকট হতে এসমস্ত বিষয় জানিয়া Bry নির্বাচন করার আনন্দই আলাদা। অন্যান্য যে ৫টি লক্ষণ রহিয়াছে ইহাতে অনুরূপ কষ্ট স্বীকার করতে হবে। তাতে উল্লেখিত লক্ষণ সমূহ খুঁজে বের করা ড. হ্যানিম্যান অত্যন্ত যতœ সহকারে রেপার্টরির মত করে সাজিয়েছেন যা একটি আর্ট । অনূরূপ দক্ষ শিল্পীর মত একটি কাজের নমূনা উদাহরণ হিসেবে উল্লেখ করা হলোঃ-
ডা. ওয়াসেলহফ বলেন ডা. লিপির অসাধারণ বিচক্ষণতা তুলে ধরেন । তিনি সর্বদা অস্বাভাবিক দ্রুততার সাথে তার রোগীর প্রধান বিষয়গুলো খুঁজতেন এবং পেতেন। চিকিৎসকের কাজ শুধু রোগীর সাথে রোগের সাথে নয়। ফিলাডেলফিয়া ভ্রমন কালে ডা. লিপির শরনণাপন্ন হন। আপনার রোগীর ১০ বৎসর আগে ডিপথেরিয়া হয়েছিল। আক্রমনের বৈশিষ্ট ছিল এটি এক পাশ থেকে অপর পাশে যেতো এবং পুনরায় মুল পাশে ফিরে আসতো। তাকে Lac. Can.-CM একমাত্রা দেয়া হয়, এরপর চঁষংধঃরষষধ একমাত্রা আবশ্যক হতে পারে। এতে রোগী ভালো হয় এবং যৌনতা ফিরে পায় ও সন্তানের জনক হয়। অনেক হোমিওপ্যাথ গল্পের শুরুতেই রূপ কথাকে হার মানায় । কোন এলোপ্যাথ তা করেন না। কারণ হোমিওপ্যাথি চিকিৎসার ধরণই এই। ইবিন্যাস অনেক রোগীর গল্প লিখেছেন তার Leaders বইটিতে। এতে রোগী ভাল হওয়া ইউরেকা আবিস্কারের আনন্দ এবং ছাত্র/ছাত্রীকে পথ নির্দেশ করা হয়ে থাকে Reference Case হিসেবে অন্যথায় অন্য রকম মনে হতে পারে। উক্ত ২টি উদাহরণ চমৎকার এবং মূল্যবান রোগী পর্যবেক্ষণের জন্য স্বীকৃত। আমি অনেক হোমিওপ্যাথকে জিজ্ঞেস করেছি ডা. হ্যানিম্যান এর মেটেরিয়া মেডিকা পড়েছেন-না, অর্গানন-না, ক্রনিক ডিজিজ-না ডা. কেন্টের রেপার্টরি-না ফিলসফি-না। তাহলে কি দিয়ে রোগীর চিকিৎসা দেন-রোগীর ওষুধ ঠিকই দেই রোগী ভালও হয়। তখন মনে মনে প্রশ্ন জাগে এত মেধা সম্পন্ন আমেরিকান হোমিও ডাক্তাররা তাদের দেশে হোমিও চিকিৎসা ধরে রাখতে পারেন নি (শুনেছি মাত্র) আমাদের দেশের হোমিওপ্যাথরা ক্যানসার সারিয়ে দিচ্ছেন বলে গর্ব বোধ করে থাকেন তাহলে রোগীরা যাবে কোথায়? দীর্ঘদিন ধরে অর্গানন পড়ছি একজন অত্যন্ত পারদর্শী ডাক্তারের নিকট, অর্গানন আসলেই দুর্বোধ্য প্রতিটি সূত্র বুঝতে পারা খুবই কঠিন, তারপরও রোগীদের আরোগ্য করতে ২-৪ বৎসর সময়ের প্রয়োজন এবং রেপার্টরি ভিত্তিক রোগীলিপি করে প্রথমে প্রেসক্রিপশন করতে ২/১ হাজার টাকা নেয়া খুবই সঙ্গত কিন্তু ২০০/১০০ টাকা নিয়ে রোগীকে মেটেরিয়া মেডিকা ভিত্তিক চিকিৎসা দিয়ে বিফল মনোরথ হওয়া দু:খজনক।
Repertories-an example
Chilly Patient-Chilly Remedies are given-Fears Something will happen-Kent Repertory. Page-45, Fears Suffocation (P-47) Fears crowd- (P-43) Axxiuty for Others (P-7)
Snspicious (P-85) Offended Readily (P-69) আরও অন্যান্য Rubrics নেয়ার পর এখানে Ars ৮ বার নম্বর-১৬, চযড়ং ১০ বার ১৮ নম্বর। Ars পাকস্থলিতে বেদনায় গরম পানি পানে উপশম Phos ঠান্ডাতে উপশম। সেহেতু Ars ই আমাদের বাঞ্চিত ঐষধ। এবার মেটেরিয়া মেডিকা মিলিয়ে নিবেন তার পর ঔষধ দিবেন।