রেলপথ মন্ত্রী’র সঙ্গে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ।
বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল (জুন ৪, ২০১৭) ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির এক প্রতিনিধিদল রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক এমপি’র সঙ্গে তাঁর কার্যালয়ে এক সাক্ষাৎকারে মিলিত হন। প্রতিনিধিদলের নেত্বৃত্ব প্রদান করেন টাঙ্গাইল সদর আসনের এমপি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবীতে আন্দোলনরত টাঙ্গাইলবাসীর ন্যায্যদাবী পূরণে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারা ঢাকা-টাঙ্গাইল যাতায়াতে সড়কপথে অসহনীয় যানজট ও ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, “ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হলে রাজধানীর সঙ্গে টাঙ্গাইলবাসীর যোগাযোগ সহজতর হবে, কমবে সড়কপথে যানজট, বাঁচবে টাঙ্গাইলবাসীর মুল্যবান সময়, কমবে দূর্ঘটনার হার, বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর ঢাকায় বসবাসরত টাঙ্গাইলবাসী ঢাকায় অফিস করতে পারবে টাঙ্গাইলে অবস্থান করে।” রেলপথ মন্ত্রী এ সমস্যাগুলো ধৈর্য সহকারে শুনেন এবং তা সমাধানে তার কার্যালয় উদ্যোগ গ্রহন করবে বলে আশ্বাস প্রদান করেন। এসময় ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব সাইদ মোঃ লুতফুল্লাহ, সদস্যসচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্মআহবায়ক আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুর রহমান খান মিন্টু, নাজমুজ সালেহীন, সদস্য লায়ন জাহাঙ্গীর আলম, ডাঃ জহিরুল ইসলাম, কামরুন্নাহার খান মুন্নি প্রমূখ। সাক্ষাৎপর্ব শেষে তারা চল্লিশ লক্ষ টাঙ্গাইলবাসীর পক্ষ হতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবীতে প্রতীকী হিসেবে প্রায় পঞ্চাশ হাজার গণস্বাক্ষর মন্ত্রী মহোদয়ের হাতে তুলে দেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।