সেলিনা জাহান প্রিয়ার কবিতা-রোদ্দুর
রোদ্দুর
—— সেলিনা জাহান প্রিয়া —-
তুমি শীতের কোমল রোদ্দুর হয়ে এলে
তুমি নরম রোদ্দুর হয়েই থেকো,
গায়ে মুখে মেখে হবো, শুধু তোমারি ।
শুধু এ টুকুই চাই। চাপা থাক দিনের শেষে সব
দেনা পাওনার সকল হিসেব তুমি আমি নির্বিশেষে,
হাতটা ধরে একবার হেঁটে যেতে চাই সবুজে ।
এতটুকু আশা আর এতটুকু ভালোবাসা
তোমার চোখের তারায় ছড়িয়ে দিয়ে……
তোমার চোখের দুটো অমানিশার মাঝেও
কি করে যোজন যোজন পথ পাড়ি দিয়ে এসে
এখনো ভালবাসো কিনা তা জিজ্ঞাসিতে চাই,?
শীতের রাত্রির প্রথম প্রহরে
প্রেমিক প্রেমিকারা উষ্ণতা ভাগাভাগি করে
তাদের প্রলম্বিত চুম্বনে।
এক কাপ চায়ের সাথে কত না জীবন কথা
অতীতের স্মৃতি এসে মনে ভীড় জমায়,
জীবনের হালখাতার হিসেবগুলো মুছে দিতে ইচ্ছে হয়।
শব্দরা দাঁঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরীর মতো
পাশে যখন কেউ থাকেনা, তারাই ঘিরে রাখে মন !!
জীবনের সাফল্য ব্যর্থতা নিয়ে কখনো কিছু ভাবিনা
কিসের সাফল্য? কিসের ব্যর্থতা?লক্ষ্যের কোন বালাই নেই
এভাবে চলতে চলতেই একদিন অদৃশ্য অভ্যর্থনায় পৌঁছে যাবো।
ব্যথা পেলে মানুষ কাঁদে, সশব্দে বা নীরবে।প্রেমে ব্যর্থ হয়ে কাঁদে।
আনন্দে ও প্রার্থনায় কাঁদে!তুমি কবি নও, এসব কান্না তোমার না।
তুমি কেমন আছো এটা জানতে ইচ্ছে করে।
তুমি কি জানো, তোমার হদস্পন্দনের ধ্বনি ?
ইথারে ভেসে এসে আমায় জানিয়ে দিয়ে যায়,
এক আকাশে দুইটি তারা ঘুরছে আপন কক্ষপথে,
ইচ্ছে হলে পত্র লিখো, যাকে ইচ্ছে তাকেই লিখো।
তোমার কথায় এতো মায়া, এতো মাধুরী, এতো
ভক্তি আর প্রেরণা দেখে আমি অভিভূত হয়ে যাই।।
পিয়ানোটা নিয়ে অবসরে আবার তুমি বসো ,
পিয়ানোর সুর শুনে যদি তোমার দু’চোখে কান্না উথলে উঠে,
তবে মনে করো, বিশাল পৃথিবীর আনাচে কানাচে
তোমার জন্য চোখে জল আনে তোমার সঙ্গীতের কথা ও সুর।
তোমার কাননে লেগেছে বসন্তের দখিনা বাতাস
কৃষ্ণচূড়ার ডালে ডালে জ্বলে ফাগুনের আগুন সৌরভে গুনগুন
আমার আকাশে আজ শুধু শীতের কুয়াশা
তাই শার্সিতে আছড়ে পড়ে তোমার নরম রোদ্দুর ।