রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না।
এলাকা গুলো- গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, বসুন্ধরা গলি নিউমার্কেট এলাকায় ৩” ব্যাস পাইপলাইন হতে ২” ব্যাস X ৯ মিটার ও ১” ব্যাস X ৩ মিটার পাইপলাইন নির্মাণকাজের টাই-ইন-এর জন্য এসব এলাকায় উল্লিখিত সময়ে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।