লামায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মো: ইসমাইল রুস্তম, বান্দরবান, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বান্দরবান লামায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ১৭ জুলাই লামা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৎস্য অফিসার জয় বণিক। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিন ব্যপী কর্মসূচী ঘোষণা করেন মৎস্য কর্মকর্তা। ‘মাচ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে ‘মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়ে বিষয়ে পালিত হচ্ছে সাপ্তাহ ব্যপী নানান কর্মসূচী।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, প্রেসক্লাবের সম্পাদক মো: কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক ফরিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নূরুল করিম আরমান, অর্থ সম্পাদক বশিরুল আলম,
দৈনিক ইত্তেফাক লামা প্রতিদিন মুহাম্মদ কামালুদ্দীন, রিপোর্টস ক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, সম্পাদক মোঃ তৈয়ব আলী, প্রথম আলো লামা প্রতিনিধি খগেশ প্রতি চন্দ্র খোকন, সাংবাদিক ইউচুপ মজুমদার , উজ্জ্বল বড়ুয়া, বেলাল, নাজমুল হুদা, আবু কাশেম, জায়েদ হাসান প্রমুখ।
এ সময় সাংবাদিকদের কে বলেন, তামাক চাষের ফলে মা মাছের ডিম নষ্ট হচ্ছে, পাশাপাশি নদীতে এক শ্রেণির লোভি প্রকৃতির লোকেরা পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের কারনেই বেশীরভাগ মাছ ধংস হয়ে যাচ্ছে। এলাকার জনগনকে সচেতনতা তৈরি করে এর প্রতিরোধ করতে হবে।
এদিকে ১৭ -২৩ জুলাই ১৯ইং উদযাপন করা হবে। ১৮ জুলাই বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যলী, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, মোস্তাফা জামাল লামা উপজেলা চেয়াারম্যান।
অনুষ্টানের সভাপতিত্ব করবেন নুর এ জান্নাত রুমি লামা উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে থাকবেন।