সজীব মোহাম্মাদ আরিফ এর কবিতা- লোকাল বাস
লোকাল বাস
সজীব মোহাম্মাদ আরিফ
লোকাল বাসে হরেক মানুষ
হরেক রকম মন,
হরেক রকম কথা বার্তা
অদ্ভুদ আচরন।
সব জ্ঞানীর দেখা পাবেন
লোকাল বাসে উঠলে,
জ্বালাময়ী বক্তা পাবেন
চাঁদ কাপলে জুটলে ।
রাজনীতিতে সবাই পটু
সবাই বিশেষজ্ঞ,
সব ব্যাপারে পারদর্শী
কেহ নহে অজ্ঞ।
সবাই নাকি মন্ত্রীর শালা
ক্ষমতা কার নাই?
ঘন্টাধরে লড়াই করে
দু’টাকা ছাড় চাই।
সব সমস্যার সমাধান চান
লোকাল বাসে উঠুন,
বুদ্ধি করে কথাক্রমে
সমস্যাটা তুলুন।
পেয়ে যাবেন শত সুহৃদ
দেবেন পরামর্শ,
লাগবে না আর ডাক্তার ভিজিট
বাঁচবে টাকা চার’শ।
বলছি শুনুন পরে ভাবুন
লোকাল বাসে উঠুন,
দাড়িয়ে বা বসে পরে
ঢাকার পথে ছুটুন।