সালমা মিলি’র কবিতা- লোকাল বাস
লোকাল বাস
-সালমা মিলি
-সালমা মিলি
ঢাকার লোকাল বাসের মতো
তোমার সাথে সম্পর্ক দৌড়চ্ছে।
ঘ্যান-ঘ্যান শব্দের সাথে
বিরক্তকর কালো ধোঁয়া
বিশ কিলো গতি তুলতে
ইঞ্জিনের বুক ফাটা কান্না।
পালিয়ে যাবে ?
খুঁজে নিতে পারো তুমি
এমন যুবতী,
হাইওয়ে এক্সপ্রেস ধরে
যমুনা সেতু পার হবে
একশো বিশ থেকে
একশো পঞ্চাশ কিলো গতিতে
তোমার হৃদয়ের বাবলস্
উড়ে উড়ে যমুনার নীল জলে
হাবুডুবু খেতে খেতে
উড়ে যাবে আকাশে !
আবার কখনো যমুনার
সোনালি বালুচরে
কখনো বা ঘন কাশবনে
ওষ্ঠ চুম্বনে নীরবতায়
উপভোগ্য হবে
যমুনার শীতল বাতাস !
আর আমি সেইতো ত্যাগী।