সীমা সুলতানা এর কবিতা-লোভের দুপুর
লোভের দুপুর
—————– সীমা সুলতানা
আমি কি লিখবো?
কবিতা অথবা গান?
অথবা-
হিল্লোল বুকে কল্ললে মেতে তোমার জয়গান?
লিখতে চেয়েছি জীবনের গাথা
তুমি- আমি খেলাঘর,
দিয়ে গেছ শুধু, মরুচল ধুধু
বেদনার বালুচর।
কি দিয়েছিলে আমায়?
অবহেলা… না না অবজ্ঞা…।।
তাও না……।
তাহলে কি পেয়েছি এই প্রণয়ের
উৎসবে
মেতেছিলে তুমি লোভী কামনায়
হৃদয়ের পল্লবে।
তুমি প্রেমি নও …।
ভালবাসা ছিল তোমার জন্য
হৃদয়ে প্রেম ছিল, আলিঙ্গনের যমুনা
ছিল বহমান…. ।।
সব ডুবে গেল, উঠোন শুন্য
বলে দাও- কি লিখব?
কবিতা? অথবা গান?