রুদ্র ম আল-আমিন এর কবিতা- শকুন্তলা
“ শকুন্তলা ”
রুদ্র ম আল-আমিন
পাটনীতে ডিঙগা বায় ,,,,
ওপাড়ের গাঁয়, ধরলা নদের বাঁকে,
বালিহাঁস এ পাড়েতেও যায়.
কাননে তখুন ফুুটেছে কুসুম
কৃষানীর পাল, ঘরে নাহি রয়.
সরোবর মানস থেকে ব্রহ্মযজ্ঞ করে
কেবলই ফিরেছে ,,,
শকুন্তলা -র গাঁয়.
তাহাদের পথরোধ করে, বলিছে সে
ব্রহ্মা তাহার মাথার উপরে রয়.
খেয়া পাড়েই ক’জনা বলিল, বাহে
মাথাটা একেঁবারেই গেছে.
ধরলার বাঁকে বলিছে জনে জনে
কি-বা- বল তটে.
ধরিত্রী টানিছে মোরে
কার বা সাধ্য মেলে বুঝিবার তরে.