মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা- শরত বাবু
শরত বাবু
-মোল্লা মোঃ জমির উদ্দিন
আকাশে সাদা মেঘের ভেলা
মেঘ লুকিয়ে চলা
মাঝে মাঝে ঝুমঝুমিয়ে
রোদ বৃস্টির খেলা।
দিদি আমার চির কুমারী
শরতের প্রেমে চটি পায়ে
ঘুরে বেড়ায় বন বাধারে
কাশফুলের স্পর্শ নিয়ে
ছুটে চলেন বিলের ধারে
কে আছ? এনে দিবে মোরে
ঐ যে পদ্ম ফুলটারে।
ধবধবে সাদা পরনের
শাড়ি-ব্লাউজের ভাঁজে লুকিয়ে
ষাটের পরেও উরন্ত বলাকা
কতটা জীবন পারি দিয়ে
একই পথে চলা
এই জীবনে মেলেনিকো আর
শুধু তুমি ছাড়া
তাই বুঝি আজ সঙ্গি হতে
শিমুল তুলোয় মিশিয়ে নিলেম
কোলবালিশে গুজে দিলেম মাথা।
কত বাবু এলো গেলো
কেও ধরেনি হাত
শরত বাবু এলো চুলে
হাত বুলিয়ে করে গেল মাত
বাকিতো আর রইলনা গো
চুম্বনে আদরে!!!
সবই যে আজ হয়ে গেছে মিটমাট।
কে আছ ফেরাও দেখি
কোন পথে আজ শরত বাবুর প্রস্থান
আমায় ফেলে কোথাও যাওয়া
যাবে নাকো আর
প্রতি বারই আসবে যাবে
কাশ ফুলেতেই হাড়িয়ে যাবে
আমিও শুধু দেখব চেয়ে
এমন চাওয়া আর হবে না
তোমার পিছু লাগিয়ে দিলেম
বিজ্ঞানীদের দল।
কেমনে তোমায় ঘুম পারাবো
আমার বিছানায়
বাবু তোমার শুভ্র দাড়ি
আঁচল দিয়ে মুছিয়ে দেবো
তারই মাঝে মুখ লুকিয়ে
খুনসুটিতে মাতবো সারা রাত।