শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ মানববন্ধন।
শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে সম্প্রতি গাজীপুর, মাদারীপুরে সাংবাদিক নির্যাতন ও সিরাজগঞ্জে সাংবাদিক হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার দ্রুত বিচার দাবী করা হয়। এসময় সাংবাদিক সুরক্ষা আইন তৈরি ও প্রণয়ন করে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহবান করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি রোকনুজ্জামান পারভেজের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সাংবাদিক সমিতির সহসভাপতি মফিজুর রহমান রিপন, আইনজীবী মঞ্জুরুল আলম, সাংবাদিক শহিদুজ্জামান খান প্রমুখ।