শহরের বাবুদের কাছে আমাদের কথা পৌছায়নি
শহরের বাবুদের কাছে আমাদের কথা পৌছায়নি, আমাদের কথা পৌছায়নি রাজা মহারাজাদের কাছে।
জমিদার বর্গের জমিদারি সিমানার আওতায়ও আমাদের ঘরখানি নয়।
আমরা গৈ গেরামে থাকি। আমরা বিশেষ শিশু।
লার্ন এন্ড লিভ আমাদের স্কুল।
আমরা কেরোসিনের হারিকেন আর লেন্ঠোনের আলোকে পাড় করি রাতের নিকষ অন্ধকার।
আমরা কাদায় হাটি, পানিতে ভাসি। কৃষানির ঘরে করি বসবাস। আমাদের পৃথিবী স্থবির। আমরা লোকানো থাকি সবুজ শৈবালের নিচে।
এ আমাদের অদৃষ্ট।
আমরা বিস্বয়ে অবাক হয়ে দেখি পৃথিবির মুখ আর দেখি তার চাকচিক্ক প্রজেক্ট্রের সাদা পর্দায়।
দেখে দেখে আমাদের সপ্নের লাটিম ধরে ঘুড়ি উড়াই গভীর রাতে ঘুমের ঘোরে। পাখ পাখালির সাথে নিদ্রা ভাংগে, জেগে উঠি, দেখি জীবনের আকাশে সেই কালো মেঘ, সেই আলোহারা আমরা।,
“বিশেষ শিশু আমাদের নাম”।
সপ্ন দেখি জীবনের নিস্তব্দতা বিদীর্ন করে জোনাকির মত জ্বলে উঠবো একদিন। আকাশের নক্ষত্রের মত প্রজ্জলিত হয়ে থাকবো সমাজের চোখের তারায়।
চিনবে, জানবে লোক আমাদের নাম। গভীর বিশ্বাসে আমাদের হাতে তুলে দিবে কেউ আধুনিক জাহাজের বৈঠা। দিবে লাল গালিচা সংবর্ধনা জয়লাভের পর।
সপ্নের ভিখারি হয়ে দারে দারে ঘুরে, রুঢ় বাস্তবের সংঘাতে নিষ্পেষিত হয়ে আজ এসেছি সপ্ন পূরনের দ্বারপ্রান্তে। লার্ন এন্ড লিভ স্কুলে।
কেউ একজন কাদে আমাদের জন্যে।
কেউ একজন স্বপ্নচারী হয়ে, চিরদুখিনী মা হয়ে আমাদের জন্যে করে বিলাপ এখানে ঔখানে সবখানে।
সে বুঝে আমাদের পিপাসার ভাষা।
আমরা যেন পাই পিপাসার পানি,আহার্যর থালা আর পরমাত্মীয়ের আদর সোহাগ। আমরা যেন না থাকি ক্ষুদার্থ, না থাকি নিজ ভিটায় ঠিকানাবিহীন মুসাফির এর বেশে। অবাঞ্ছিত হয়ে ধরনীর বুকে।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
- প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। কাগজ২৪-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য কাগজ২৪ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।