শাহিন মামুনেএর কবিতা-শহীদ নুর হোসেন
শহীদ নুর হোসেন
-শাহিন মামুন
শহীদ নুর হোসেন।
৯০’এর স্বৈরাচার এরশাদ বিরোধী
গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য সাহসী বীরের নাম।
সেদিন তার চোখেমুখে ছিলো আগুনের ফুলকি।
বুকে-পিঠে লেখা ছিলো স্বাধীন বাংলার
জনগণের অধিকার পুণঃপ্রতিষ্ঠার দাবী
“স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক।”
নূর হোসেনের উদোম বুকে-পিঠে লেখা সেই অমর বানী,
চোখ এড়ায়নি সেদিন স্বৈরশাসকের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর।
গুলিবর্ষণ করে পুলিশ উত্তাল মিছিলের উপর
হঠাৎ একটি গুলি লাগে নূর হোসেনের বুকে
সাথে সাথে লুটিয়ে পড়েন তিনি পিচঢালা রাজপথে।
গুলি খাওয়া নূর হোসেনকে নিয়ে যায় পুলিশ
আর খূঁজে পাওয়া যায়নি নূর হোসেনের লাশ।
যে স্লোগান বুকে-পিঠে লিখে গনতন্ত্রের আন্দোলনে
জীবন্ত পোস্টার হয়ে ইতিহাস হয়ে আছেন নূর হোসেন
সেই স্লোগান যিনি লিখে দিয়েছিলেন, তিনি বলেছিলেন,
“এই স্লোগান দেখে পুলিশ যদি তোমাকে গুলি করে?”
স্বল্প শিক্ষিত বীর নূর হোসেন এই কথার প্রতি উত্তরে বলেছিলেন,
“গনতন্ত্রের জন্য আমি জীবন দিয়ে শহীদ হতে প্রস্তুত। ”
নুর হোসেন সত্যিই সেদিন শহীদ হয়েছেন
রেখে গেছেন তার প্রতিশ্রুতি মানুষের কাছে
উদ্যাম দেহের বুকে পিঠে সাদা কালিতে লিখে গেছেন
পৃথিবীর শ্রেষ্ঠ রচনা একটি লাইনেই
‘স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক।’