ডোমারে শহীদ পরিবার ও বিরঙ্গনাদের সহায়তা প্রদান
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা ডোমার উপজেলায় ৩২ জন বীরাঙ্গনাকে নগদ আর্থিক সহায়তা সহ শাড়ি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলার ডোমার বীরমাতা বীরাঙ্গনাদের মাঝে শহীদ মিজান- আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার উদ্যোগে বিতরণ করা হয়।
এর আগেও সামাজিক সহায়তা উদ্যোগ (বীরাঙ্গনা সহায়তা কার্যক্রম) এর পরিচালক জনাব ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক, ইতিহাস বিভাগ ও প্রভোস্ট, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ও ন্যাশনাল আইডিয়াল ফাউন্ডেশন, খিলগাঁও, ঢাকা চেয়ারম্যান জনাব মোঃ বোরহান উদ্দিন ভূইয়ার আর্থিক সহযোগিতায় গবেষক ও সমন্বয়ক মোঃ আল আমিন রহমান এর আন্তরিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি মহোদয়ের মাধ্যমে ডোমার উপজেলায় নব নির্মিত” হৃদয়ে স্বাধীনতা “ডোমার স্মৃতি সৌধ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ২৫ জন বীরাঙ্গনাকে নগদ ৩হাজার টাকা সম্মানি, কম্বল, শাড়ি এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই বীরাঙ্গনাদের পূনর্বাসনে পরবর্তী সময়ে টিনের ঘর,গরু ও ছাগল বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সামাজিক সহায়তা উদ্যোগ (বীরাঙ্গনা সহায়তা কার্যক্রম)পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষে গবেষক ও সমন্বয়ক সকলকে অবহিত করেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।