গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধান শিক্ষক ছুরিকাহত-গ্রেফতার ১
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আজ শনিবার সকালে এক প্রধান শিক্ষক নিজ স্কুল গেটে প্রতিপক্ষের হাতে ছুরিকাহত হয়েছেন। আহত প্রধান শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
থানা পুলিশ জানায়, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতা হানির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলা নিয়ে বড়শিলা হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্র্নিং বডির সভাপতি হারুন অর রশীদ তালুকদারের সাথে বিরোধ চলছিল। সম্প্রতি পুলিশ ওই মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করলে ক্ষোভের সঞ্চার হয়। এর জের ধরে আজ শনিবার সকালে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের উপর প্রতিপক্ষের লোকজন রামদা, ছুরি ও রড নিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াদ আলী নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে।