সেলিনা জাহান প্রিয়ার কবিতা-শিল্পী জীবন
শিল্পী জীবন
———– সেলিনা জাহান প্রিয়া
জীবনের রং দিয়ে ভাবি তোমার ছবি আঁকবো
কল্পনার তুলি টেনে আমি তোমাকে হাসতে দেখি
আনকোরা শিল্পী কতটা ফুটিয়ে তুলব তোমাকে !
কতটা আঁকতে পারবো জানিনা তবুও তোমাকে
আঁকতে ইচ্ছে করছিলো মনের সাদা ক্যানভাসে !
শুধু তোমার নাম লিখবো বলে জীবনের রং দিয়ে
তোমার ছবির জন্য আমি শিল্পী নই সাদা ক্যানভাসে !
তোমার সঙ্গে সময়টা কাটাবো বলে গান গাইনি কখনও,
তোমায় প্রথম শোনাবো বলে গান আজ কল্পনা তুলি টানে !
তোমায় রেঁধে খাওয়াবো বলে, শেখার পর আর রাঁধিনি,
আজও সেই অপেক্ষাতেই আছি ভাবি তোমার ছবি আঁকবো
কাজগুলো আজও অসম্পূর্ণ ভাবি তোমার এই বুঝি চলে আসা
খাতার পাতা ভরে যায় কত গান গল্প কাব্য কবিতায়—-
আক্ষেপে ভরা সকাল দুপুর বিকেল পেরিয়ে নামে সন্ধ্যা
বালিশ ভিজে যায় কাজল কালো শান্ত চোখের মম জলে,
এই বসন্তে আর ফুটবে না ফুল কোন শিল্পীর ক্যানভাসে
ডাকবে না কোকিল এই বসন্তে আর পথ যে চলে গেছে
আসবে না জানি এই বসন্তে কল্পনার তুলি টেনে আঁকতে
ঠিক তোমার মতন গোপন কোন কারণে আমি আঁকি
চলে গেছে তাই মৌমাছি খোঁজ নিচ্ছে দুবেলা গোপনে !!
নারী থেকে আজ ঈশ্বরী হয়ে উঠেছে রং তুলি হাতে নিয়ে
হয়তো কোনো দিন কোনো সন্ধানে তুমি আসবেই জানি,
কুড়িয়ে নেবে আমায়; ভালবাসবে, কাছে রাখবে বিশ্বাসে।
তোমার মতো অবহেলা হয়তো ছিল আমার প্রয়োজনীয়,
শেষ হাসি তুমি নিজেই হেসো আর ধন্য কোরো আমার
শিল্পী জীবন ————————— ।।