মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- শিশু শ্রম
শিশু শ্রম
মোঃ আরিফুল ইসলাম
সবে মাত্র দুধ ছেড়েছে
বয়স সাত কি আট,
ইতোমধ্যে শিখেছে সে
অর্থ আয়ের পাঠ।
যে বয়সে করবে খেলা
পড়বে কোন স্কুলে,
সে বয়সে হেলপার হয়ে
ঝুলছে গাড়ির পিছকূলে।
ক্ষুধা তৃষ্ণায় কাতর দেহ
অপুষ্টিতে ভুগছে,
দারিদ্রতার যাতাকলে
মৃত্যুকে সে রুখছে।
হোটেল মোটেল বাসে লঞ্চে
হাজর শিশু শ্রমিক,
চড় থাপ্পড় আর বাসি খাবার
তাদের পারিশ্রমিক।
টিভি টকশো সেমিনারে
বন্ধি তাদের অধিকার,
তাদের জন্য কাজ করবে
এত ঠেকা পড়ছে কার?
নির্বাচনের রাজনীতিতে
কত কিছুই বলা হয়,
তাই বলে কি অত কিছু
ভোটের পরে মনে রয়?
সস্তা দামের শিশুশ্রমেই
টিকে থাকে কারখানা,
কাজ না করলে কোথা থেকে
আসবে বল তার খানা।
কে নেবে তার দায় দায়িত্ব
ভরণ পোষণ খরচা,
তবে কেন এত কথা
বৃথাই পরচর্চা?
শিশু শ্রমিক করছে করুক
তাদের করা কাজ,
কি দরকার তোর মিছা কেন
কপালেতে ভাজ?