মেহেদী জাকারিয়া’র কবিতা- শিশিরবিন্দুর সকাল
“শিশিরবিন্দুর সকাল”
_মেহেদী জাকারিয়া
মনোহর সাজে সজ্জিত জলবিন্দুর টানে
নিসর্গের ছন্দে বন্দি প্রাণ ,
মাঠঘাটে ঘাসের অর্ধস্নান ।
ঝিরিঝিরি হাওয়ার এলোমেলো নৃত্যে
মেতেছে তাদের শোভিত দেহে ।
নাতিশীতোষ্ণ মাতাল হাওয়ায়,
দোলে তারা অপরুপ শোভায় ।
সূর্যকিরন যখন উঁকি দেয় পুবাকাশে ,
তাদের দেহ রঙিন হয়ে উঠে ।
সূর্যরশ্মি তাদের অালোকিত করে
উদ্ভাসিত দৃষ্টির সোনালী রঙে ।
সোনালী রুদ্দুরে নতুন দেহরং ,
নেই তাদের কোনো অহং ।
প্রকৃতির শোভায় শোভিত তারা ,
অকৃত্তিম ছোঁয়ার বেষ্টনীতে তারা ।
বিষন্ন মন হবে শান্ত,
অাত্মিক সৌন্দর্য থাকবে প্রফুল্ল ,
যদি দৃষ্টি থাকে ভোরের প্রকৃতিতে ।
মনুষ্যমনে প্রফুল্লতা সৃষ্টিতে ,
অাপনার অধীক্ষায় শিশিরবিন্দু !
নিমন্ত্রন জানাচ্ছে ভোরের প্রকৃতিতে,
সময় গুনছে নতুন সকালের ঈপ্সিতে ।