শাহিন মামুন এর কবিতা- শেখ মুজিব
শেখ মুজিব
-শাহিন মামুন
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তুমি স্বাধীনতা মহাকাব্যের মহাকবি
তুমি বাহান্ন থেকে একাত্তর
তুমি টেকনাফ থেকে তেঁতুলিয়া
সাত কোটি বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব।
তুমি পদ্মা মেঘনা যমুনার খরস্রোতা
জলের ধারায় বয়ে চলা পাল তোলা নৌকা
তুমি সত্তরের বিজয়ের আপোসহীনতায় পিন্ডি থেকে
এনেছিলে সাতকোটি বাঙালির স্বাধীনতা একাত্তর।
তুমি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের গর্জন
তুমি লাল-সবুজের বিজয় নিশান নীল আকাশের বুকে
তুমি ছাপান্ন হাজার বর্গমাইলের স্বাধীন বাংলাদেশ
তুমি স্বাধীনতার সাতটি কবিতার মহাকাব্য জাগ্রত স্মৃতিসৌধ।