আরিফ শাহরিয়ার এর কবিতা- শেষ বসন্তের কোকিল
শেষ বসন্তের কোকিল
-আরিফ শাহরিয়ার
ভাঙা তার কন্ঠস্বর
মাথায় তীব্র জ্বর,
অপেক্ষা করে থাকে
এক বসন্ত থেকে অন্য বসন্তের ।
সব হারিয়ে আজ
নেই তার কেউ নেই ।
শেষ বসন্তের কৃষ্ণচূড়া,
ধূলায় লুটায়,
পায়ের তলায় হয়তো পিষেও যায় |
প্রকৃতিকে আগুন লাল
করে রাখা সেই কৃষ্ণচূড়া ,
শেষমেশ নেই তারও কেউ নেই |
বিদায়ী মাস চৈত্র
ফাগুনের কাছে বসন্ত
ধার চেয়ে যা পেল তা অল্প |
দূরে হারিয়ে সে শোনে
বসন্তের চিরচেনা গল্প |
নেই , শেষমেশ চৈত্রেরও কেউ নেই |
আমি ও আমার কবিতা ,
বসন্তের মতো ফুরিয়ে যাই ,
হতে চেয়ে নীড় নলিনীর( জল পদ্ম )
ভাষা গুলো হয় তার জব্দ |
নেই , শেষমেশ কবিতারও কেউ নেই |