শ্রমজীবী-ভাসমানদের মাঝে নতুনধারার খাবার প্রদান
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
লকডাউনে নিরন্ন শ্রমজীবী-ভাসমানদের মাঝে খাবার প্রদান কর্মসূচী প্রতিদিনের মত ২০ এপ্রিল ইফতারের আগে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রীর নেতৃত্বে তোপখানা রোড, পুরানা পল্টন সহ বিভিন্ন এলাকা খাবার প্রদান করার সময় গণমাধ্যমকে বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের রাজনৈতিক কর্মীরা রাজপথে-কাজপথে জনগনের সাথে ছিলো আছে থাকবে। আজ যখন অপরিকল্পিত লকডাউনের কারণে নিরন্ন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে, তখন নুরু-মান্না-সাকী, মাহী, পার্থ, ববির মত রাজনীতিকরা জনগনের পাশে না থাকলেও নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত অবিরত পাশে আছে, সাথে আছে সামর্থনুযায়ী।
এসময় নেতৃবৃন্দ মোসাম্মাৎ সোনিয়া, মো. আফসার সহ কর্মসূচীতে বিভিন্নভাবে সহায়তা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিরন্তর মানুষের পাশে থাকার জন্য প্রেরণাদানকারীগণ নতুন প্রজন্মের প্রকৃত বন্ধু।