শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত।
সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শরীয়তপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম শুভ জন্মাষ্টমী উৎসব পালিত। আজ সোমবার মহাঅবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শরীয়তপুরে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দির পালং হরিসভা থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শত নারী ও পুরুষ কৃষ্ণ ভক্তের সমন্বয়ে,উলুর ধ্বনী আর শঙের ধ্বনী মুখরিত বাদ্য সঙ্গীত সহযোগে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে আসার পরে সেখান থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে আরো কয়েক টি ব্যানারের র্যলী অংশগ্রহন করে তারা সকলে একত্রিত হয়ে সম্পূর্ণ জেলা শহর প্রদক্ষিন করে পালং হরিসভায় এসে সমাপ্ত হয়।
উক্ত মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মুকুল চন্দ্র রায়, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক ব্যানার্জী, পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিমল অধীকারী, সাধারন সম্পাদক গৌরচান বনিক, মন্দিরের পুরহিত বাদল চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদ শরীয়তপুর জেলার আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী, সদর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সমীর কিশোর দে, সাধারন সম্পাদক গোবিন্দ দও, সহ আরো অনেকেই।
২য় পর্বের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সমাপ্তি হওয়ার পরে দুপুর ১২টায় গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা। গীতা পাঠ করেন শ্রী শিবু নাথ গোস্বামী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবা আক্তার,জেলা প্রশাসন (ভারপ্রাপ্ত) শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহসান শাহ্, ডাঃ নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন শরীয়তপুর।
জনাব অনল কুমার দে, সাধারন সম্পাদক শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, জনাব মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল,মেয়র শরীয়তপুর সদর পৌরসভা, বাবু মুকুল চন্দ্র রায়, সভাপতি শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ, মানিক ব্যানার্জী, সাধারন সম্পাদক শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ, শ্যামসুন্দর দেবনাথ সাবেক সভাপতি শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ, শংকর প্রসাদ চৌধুরী, আহবায়ক বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা, বিদুর অচ্যুত গৌর দাস, অধ্যক্ষ শরীয়তপুর জগন্নাথ মন্দির, সুমন চন্দ দত্ত আজীবন সদস্য শরীয়তপুর জেলা ইসকন, জনাব আলমগীর হোসেন হাওলাদার, ভাইচ চেয়ারম্যান সদর উপজেলা, এস এম সিরাজুল ইসলাম সাবেক সাধারন সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহবায়ক শরীয়তপুর জেলা ছাত্রলীগ, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রশাসনের কর্মকতা সহ জাতি ধর্ম নির্বেশেষে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু বিমল কৃষ্ণ অধীকারী সভাপতি পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শরীয়তপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক গোবিন্দ দত্ত।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।